অনেক না বলা কথা যেগুলো হয়তো কখনো মনে দাগ কেটে যায় আবার কখনো খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যায় সেইসব নিয়েই তৈরি এই ব্লগটা । কোন নির্দিষ্ট জনার বা নির্দিষ্ট বিষয় নিয়ে এই ব্লগ টা তৈরি করতে পারিনি।
ভেবেছিলাম ট্রাভেল ব্লগ লিখবো, কিন্তু কাজের চাপে আর লোনের ইএমআই দিয়ে সেভাবে কোথাও গিয়েই ওঠা হয় না। আবার ভাবলাম ফটোগ্রাফি ব্লগ লিখবো, কিন্তু সেই একই অবস্থা। সব সময় যে ফটো তুলতে যাওয়াও হয় না! কিছু ইনফরমেশন রিলেটেড ব্লগ তৈরি করতে গিয়ে ভাবলাম, এখন তো চারিদিকে সবাই ডিজিটাল ক্রিয়েটর। সবাই কিছু না কিছু শেখাচ্ছে। কিন্তু আমার তো অত জ্ঞান বিদ্যে বুদ্ধি কোনটাই নেই, আর সবাই শেখালে শিখবে টা কে??!! তাই মনের না বলা কথাগুলো বলার জন্যই এই খিচুড়ি টাইপের একটা ব্লগ তৈরি করা। ডিজিটাল প্লাটফর্মের সবার মতো "লাখো কামাও....." গোছের স্ট্রাটেজি আমি দিতে পারবো না বা এরকম প্ল্যানহীন লিখলে নিজের ও পয়সা রোজগার হবে না সেটাও জানি। তবে ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো কিছুটা মনের খোরাক এই আর কি !!!😀
সমস্ত কাজকর্ম সেরে, অবসর সময় কাটিয়ে যদি সামান্য সময় হাতে থাকে একবার ব্লগটা এসে ঢুঁ মেরে যেতে পারেন। ইঁদুর দৌড়ের ক্লান্ত জীবনে সারাদিন কাজের শেষে একটু আধটু মনোরঞ্জনের প্রয়োজন হয়, হয়তো সেটুকুই দিতে পারি, ইচ্ছে হলে সঙ্গে থাকতে পারেন। ঘুরতে যাওয়ার গল্প বলা, অনেকরকম খাবারের গল্প, জীবনের অনেক না হতে পারার গল্প, আনন্দের বহিঃপ্রকাশ, দুঃখের সময় একটু একা থাকা সবকিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর ইচ্ছে থাকবে আপনাদেরও গল্প শোনার। আপনারা চাইলে আমায় মেইল পাঠাতেও পারেন। আমি এইখানে পোস্ট করব। আরো অনেক কিছু করার ইচ্ছে রইল। সবে তো পা দিলাম, চেষ্টা করে দেখি। সবাই ভালো থাকবেন।🙏